ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরার চিটফান্ড কেলেঙ্কারির তদন্ত করবে সিবিআই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৮
ত্রিপুরার চিটফান্ড কেলেঙ্কারির তদন্ত করবে সিবিআই সংবাদ সম্মেলনে বিপ্লব কুমার দেব

আগরতলা: ত্রিপুরা রাজ্যের চিটফান্ড কেলেঙ্কারির ঘটনায় তদন্ত করবে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)। রোজভ্যালি, রেসপন্স, ভেসিল, আইকোর ও ওয়ারিশ চিটফান্ড সংস্থার ঘোটালার তদন্ত করবে সিবিআই। 

রোববার (২৯ এপ্রিল) সন্ধ্যায় সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে একথা জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

এই পাঁচটি সংস্থার বিরুদ্ধে মোট ৭৪টি মামলা রয়েছে।

এর মধ্যে ১১টি মামলা সিবিআই আগেই গ্রহণ করেছিলো। বাকি ৬৩টি মামলা গত ১৯ এপ্রিল সিবিআই নিয়েছে।  

বিপ্লব দেব জানান, নির্বাচনের আগে বিজেপির প্রতিশ্রুতি ছিলো সরকার গঠন করলে চিটফান্ড দুর্নীতির ঘটনা সিবিআই'কে দিয়ে তদন্ত করানো হবে। ভারত সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্নীতিমুক্ত দেশ গঠনের যে ডাক দিয়েছেন সেইমতো ত্রিপুরা সরকার স্বচ্ছ সরকার গঠনের পথে এগিয়ে যাচ্ছে।  

তিনি আরও জানান, সিবিআই তদন্ত করে নির্দেশ দিলে এসব চিটফান্ডের সব সম্পত্তি বিক্রি করে সাধারণ মানুষের আমানতের অর্থ ফেরত দেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ২৯ এপ্রিল, ২০১৮
এসসিএন/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।