রোববার (২৯ এপ্রিল) সন্ধ্যায় সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে একথা জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
এই পাঁচটি সংস্থার বিরুদ্ধে মোট ৭৪টি মামলা রয়েছে।
বিপ্লব দেব জানান, নির্বাচনের আগে বিজেপির প্রতিশ্রুতি ছিলো সরকার গঠন করলে চিটফান্ড দুর্নীতির ঘটনা সিবিআই'কে দিয়ে তদন্ত করানো হবে। ভারত সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্নীতিমুক্ত দেশ গঠনের যে ডাক দিয়েছেন সেইমতো ত্রিপুরা সরকার স্বচ্ছ সরকার গঠনের পথে এগিয়ে যাচ্ছে।
তিনি আরও জানান, সিবিআই তদন্ত করে নির্দেশ দিলে এসব চিটফান্ডের সব সম্পত্তি বিক্রি করে সাধারণ মানুষের আমানতের অর্থ ফেরত দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ২৯ এপ্রিল, ২০১৮
এসসিএন/আরআর