ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ফের জ্বালানি তেলের তীব্র সংকটে ত্রিপুরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, মে ৩, ২০১৮
ফের জ্বালানি তেলের তীব্র সংকটে ত্রিপুরা পাম্পের সামনে 'পেট্রোল নেই' লেখা সাইনবোর্ড। ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরা রাজ্য জুড়ে আবারও জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। অধিকাংশ পাম্পের সামনে দেখা যাচ্ছে 'পেট্রোল নেই' লেখা সাইনবোর্ড।

রাজধানী আগরতলাসহ রাজ্যের বিভিন্ন জায়গার পাম্পগুলো জ্বালানি তেলের সংকট দেখা দিতে শুরু করে মঙ্গলবার (১ মে) থেকে। বৃহস্পতিবার (৩ মে) আসতে আসতে এই সংকট তীব্র আকার ধারণ করে।

 

জ্বালানি তেলের সংকটে মারাত্মক সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। যেকয়টি পাম্পে জ্বালানি তেল রয়েছে, সেখানে লেগেছে বাইক, অটোরিকশা ও গাড়ির লম্বা লাইন। তেলের জন্য ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে যান চালকদের। এতে ক্ষোভ দেখা দিয়েছে ব্যবসায়ী ও সাধারণ মানুষদের মধ্যে।

ত্রিপুরা রাজ্য পেট্রোলিয়াম ডিলার এসোসিয়েশনের সভাপতি শ্যামল ভট্টাচার্য বাংলানিউজকে জানান, আসামের গৌহাটির তেল ডিপোতে শ্রমিক ধর্মঘটের জেরে এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে।  

আগামী চার-পাঁচ দিনে এই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মে ০৩, ২০১৮
এসসিএন/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।