রাজধানী আগরতলাসহ রাজ্যের বিভিন্ন জায়গার পাম্পগুলো জ্বালানি তেলের সংকট দেখা দিতে শুরু করে মঙ্গলবার (১ মে) থেকে। বৃহস্পতিবার (৩ মে) আসতে আসতে এই সংকট তীব্র আকার ধারণ করে।
জ্বালানি তেলের সংকটে মারাত্মক সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। যেকয়টি পাম্পে জ্বালানি তেল রয়েছে, সেখানে লেগেছে বাইক, অটোরিকশা ও গাড়ির লম্বা লাইন। তেলের জন্য ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে যান চালকদের। এতে ক্ষোভ দেখা দিয়েছে ব্যবসায়ী ও সাধারণ মানুষদের মধ্যে।
ত্রিপুরা রাজ্য পেট্রোলিয়াম ডিলার এসোসিয়েশনের সভাপতি শ্যামল ভট্টাচার্য বাংলানিউজকে জানান, আসামের গৌহাটির তেল ডিপোতে শ্রমিক ধর্মঘটের জেরে এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
আগামী চার-পাঁচ দিনে এই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মে ০৩, ২০১৮
এসসিএন/এনএইচটি