ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

৩ সহকর্মীকে গুলিতে মেরে বিএসএফ জওয়ানের আত্মহনন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, মে ৬, ২০১৮
৩ সহকর্মীকে গুলিতে মেরে বিএসএফ জওয়ানের আত্মহনন মাটিতে পড়ে আছে এক বিএসএফ সদস্যের নিথর দেহ। ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরার বাংলাদেশ সীমান্তে তিন সহকর্মীকে গুলি করে হত্যা করার পর আত্মঘাতী হলেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক জওয়ান। 

শনিবার (৫ মে) রাতে রাজ্যের ঊনকোটি জেলার মাগরুম এলাকায় বিএসএফের ৫৫ নম্বর ব্যাটালিয়ানের বর্ডার আউটপোস্টে (বিওপি) ঘটনা এ ঘটে।

নিজের গুলিতে আত্মঘাতী জওয়ানের নাম শিশ পাল।

আর তার গুলিতে প্রাণ হারানো তিন জওয়ান হলেন বিজয় কুমার, রিঙ্কু কুমার ও রাকেশ কুমার যাদব।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, একটি তুচ্ছ ঘটনায় বিজয়, রিঙ্কু ও রাকেশের সঙ্গে শিশের বচসা বাধে। এ নিয়ে স্থানীয় সময় দিনগত রাত সাড়ে ১২টার দিকে হঠাৎই শিশ পাল তার সার্ভিস রাইফেল দিয়ে তিন জনকে গুলি করেন। এরপর নিজেও মাথায় গুলি করে আত্মহনন করে।  

খবর পেয়ে রাতে ঘটনাস্থলে ছুটে যান ঊনোকটি জেলা অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব দেবসহ পুলিশ ও বিএসএফের শীর্ষ কর্মকর্তারা।

একসঙ্গে চার বিএসএফ কর্মীর এমন মৃত্যুর ঘটনা ত্রিপুরা রাজ্যে প্রথম। এতে হতবাক গোটা রাজ্যের মানুষ।  

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, মে ০৬, ২০১৮
এসসিএন/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।