ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৫ ঘণ্টা, মে ৭, ২০১৮
ত্রিপুরায় ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ...

আগরতলা: কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ত্রিপুরা রাজ্যর পশ্চিম জেলার মোহনপুর অন্তর্গত কামালঘাট এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার (৭ মে) সকালে আগরতলার কামলঘাট এলাকার ওপর দিয়ে তীব্র বেগে ঝড় বয়ে যায় সেই সঙ্গে বৃষ্টিও হয়। এতে বহু কাঁচা ঘরবাড়ি, গাছপালা, বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটি ভেঙে পড়েছে।

 

আগরতলা-খোয়াই রাস্তার ওপর বড় বড় গাছ ভেঙে পড়ায় বিঘ্নিত হয় যান চলাচল। পরে রাস্তার ওপর পড়ে থাকা গাছ ও বিদ্যুতের খুঁটি সরানো হলে যান চলাচল স্বাভাবিক হয়।  

ঝড়ের কারণে কামালঘাট ও তার পার্শ্ববর্তী এলাকায় বিদ্যুৎ ও টেলি পরিষেবা বিঘ্নিত হয়েছে। বহু কাঁচাবাড়ি ভেঙে পড়েছে। এদিনের ঝড়ে মোহনপুর মহকুমায় ব্যাপক ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মে ০৭, ২০১৮
এসসিএন/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।