ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় উদযাপিত হচ্ছে রবীন্দ্র জয়ন্তী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৬ ঘণ্টা, মে ৯, ২০১৮
ত্রিপুরায় উদযাপিত হচ্ছে রবীন্দ্র জয়ন্তী রবীন্দ্র জয়ন্তীতে আগরতলার রবীন্দ্র কাননে নৃত্য পরিবেশন করছে শিশু শিল্পীরা। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): যথাযথ মর্যাদায় ত্রিপুরাজুড়ে উদযাপিত হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭ জন্মবার্ষিকী।

জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার (৯ মে) সকালে আগরতলার রবীন্দ্র কাননে ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে হয় প্রভাতফেরি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। রবীন্দ্র জয়ন্তীতে আগরতলার রবীন্দ্র কানন প্রাঙ্গণে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবসহ অন্যরা।                     <div class=

ছবি: বাংলানিউজ" src="http://cdn.banglanews24.com/media/imgAll/2016October/bg/120180509123626.jpg" style="border-style:solid; border-width:1px; margin:1px; width:100%" />অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, মুখ্যসচিব সঞ্জীব রঞ্জন, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অরুণ কান্তি ভৌমিক প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন বয়সী শিল্পীরা গান-নৃত্য ও কবিতা আবৃত্তি করেন।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, মে ০৯, ২০১৮
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।