ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় ডেপুটেশন দিতে গিয়ে সিপিএমের ৪ কর্মী আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, মে ২৫, ২০১৮
ত্রিপুরায় ডেপুটেশন দিতে গিয়ে সিপিএমের ৪ কর্মী আহত আহতরা। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরায় ডেপুটেশন দিতে গিয়ে বিরোধী সিপিআই (এম) দলের বিলোনিয়া মহকুমার কমিটির চার কর্মী আহত হয়েছেন।

শুক্রবার (২৫ মে) দুপুরে এ ঘটনা ঘটে।

জানা যায়, রাজ্যের বিভিন্ন এলাকায় সরকারি জমিতে অবৈধভাবে নির্মিত বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয় ভাঙার প্রতিবাদে বিরোধী সিপিআই (এম) দল একটি বিক্ষোভ মিছিল বের করে।

পরে মিছিলটি রাজ্যের দক্ষিণ জেলার অন্তর্গত বিলোনিয়া মহকুমার শাসকের কার্যালয়ে যাওয়ার পথে একদল দুষ্কৃতিকারীরা তাদের উপর চড়াও হয়। এতে বিলোনিয়া মহকুমার কমিটির নেতা তাপস দত্ত, নেতা ত্রিলোকেশ সিনহা, বিধায়ক সুধন দাসসহ অনেকে আহত হন। আহতরা বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় সমগ্র দক্ষিণ জেলাজুড়ে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

তাপস দত্তের অভিযোগ, বিজেপি সমর্থকরা এ ঘটনার সঙ্গে জড়িত।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, মে ২৫, ২০১৮
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।