ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

নাগরিকত্ব বিলের বিরোধিতায় ডেপুটেশন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, মে ২৮, ২০১৮
নাগরিকত্ব বিলের বিরোধিতায় ডেপুটেশন টিডিএসএসএম-এর মিছিল

আগরতলা: ত্রিপুরা রাজ্যে জাতীয় নাগরিকত্ব নিবন্ধীকরণ (এনআরসি) চালু করা এবং নতুন নাগরিকত্ব বিল বাতিলের দাবিতে রাজভবন অভিযান কর্মসূচি পালন করেছে ক্ষুদ্র নৃগোষ্ঠীভিত্তিক ছাত্র সংগঠন তুইপ্রা দপনি শিখলা শ্রংনি মথা (টিডিএসএসএম)।

সোমবার (২৮ মে) দুপুরে তারা আগরতলার রাধানগর এলাকা থেকে মিছিল শুরু করে। মিছিলটি সার্কিট হাউসের সামনে এলে পুলিশ তাতে বাধা দেয়।

 

এরপর প্রতিনিধি দল রাজভবনে গিয়ে রাজ্যপাল তথাগত রায়ের হাতে তাদের দাবি সনদ তুলে দেয়।
 
কনভেনার ডেভিড মুড়া সিং সংবাদমাধ্যমকে জানান, নতুন নাগরিকত্ব বিল আইনে পরিণত হলে তারা আরও সংখ্যালঘু হয়ে যাবেন। তাই এই বিল বাতিল করতে হবে। এনআরসি চালু হলে বিদেশ থেকে ভারতে আগত নাগরিকদের চিহ্নিত করা যাবে।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, ২৮ মে ২০১৮
এসসিএন/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।