সোমবার (২৫ জুন) ত্রিপুরা বিধানসভা অধিবেশনের প্রশ্ন উত্তর পর্বে বিরোধী সিপিআই (এম) দলের বিধায় সুধন দাস মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের কাছে জানতে চান বেশকিছু দিন আগে রাজ্যের দক্ষিণ জেলার বিলোনীয়া এলাকায় ভিআই লেনিনের মূর্তি ভেঙে ফেলেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি?
বিধায় সুধন দাসের প্রশ্নের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব দাঁড়িয়ে উত্তর দিতে গেলে মন্ত্রী সুদীপ রায় বর্মণ মুখ্যমন্ত্রীকে থামিয়ে স্পিকার রেবতী মোহন দাসকে জানান, যে এ বিষয়ে গত বিধানসভা অধিবেশনে আলোচনা হয়েছে। তাই এখন এ বিষয়টি নিয়ে আলোচনার প্রয়োজন নেই।
মূর্তি ভাঙার প্রেক্ষিতে সরকার কোনো পদক্ষেপ নিয়েছে কি শুধু জানতে চান সুধন দাস, কিন্তু এ বিষয়ে কথা বলতে নারাজ ট্রেজারি বেঞ্চ। এমন কি সরকার পক্ষের সদস্যদের অনেকে লেনিনের মূর্তি রাশিয়াতেও ভেঙে ফেলা হয়েছে আর এখানে এ সব নিয়ে আলোচনা করে কি লাভ বলে ঠাট্টা করেন। পরে ট্রেজারি বেঞ্চের দাবির চাপে স্পিকার অন্য প্রশ্নে চলে যান। তখন সুধন দাস প্রশ্ন করেন - লেনিনকে নিয়ে আলোচনা করতে বর্তমান সরকারের এতো ভয় কিসের?
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জুন ২৫, ২০১৮
এসসিএন/আরআইএস/