মঙ্গলবার (২৬ জুন) ত্রিপুরা রাজ্যের পশ্চিম জেলার সিধাই থানার ভূমিহীন কলোনির বিলেরপাড়ায় এ ঘটনা ঘটে।
জানা যায়, শিশু পূর্ণকে দুপুর থেকে কোথাও পাওয়া যাচ্ছিল না।
শিশুটির পেট কাটা অবস্থায় রক্তাক্ত মরদেহ দেখে এলাকাবাসীর ধারণা, হত্যার পর শিশুটির কিডনি তুলে নিয়ে গেছে আততায়ীরা।
এ ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সিধাই থানার পুলিশ ঘটনাস্থলে এলে উত্তেজিত জনতা তাদের উপর হামলা চালায়। এতে সিধাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপ-পরিদর্শক (এসআই) গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে আগরতলা মেডিক্যাল কলেজে পাঠানো হয়।
এদিকে রাতেই খবর পেয়ে আগরতলা মেডিকেল কলেজে ছুটে যান ত্রিপুরা পুলিশের আইন-শৃঙ্খলা শাখার ইন্সপেক্টর জেনারেল কে ভি শ্রীজেশ।
কে ভি শ্রীজেশ শিশুটির মৃত্যু ও পুলিশ কর্মকর্তাদের আহত হওয়ার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, জুন ২৭, ২০১৮
এসসিএন/এএটি