সোমবার (২ জুলাই) সন্ধ্যায় আগরতলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন ডেকে এ ঘোষণা দেন আইপিএফটি’র সহকারী সাধারণ সম্পাদক মঙ্গল দেববর্মা।
এ সময় উপস্থিত ছিলেন দলের সহ সভাপতি অনন্ত দেববর্মা, মহিলা আইপিএফটি'র সভানেত্রী স্বপ্না দেববর্মাসহ অন্যান্য নেতারা।
মঙ্গল দেববর্মা আরও জানান দলের সব শাখা সংগঠন'র সঙ্গে বৈঠক করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইপিএফটি দল ত্রিপুরা রাজ্যে বিজেপি'র সঙ্গে জোট করে সরকার পরিচালনা করলেও কেন পরবর্তী লোকসভা নির্বাচনে একা লড়ার সিদ্ধান্ত নিয়েছে তারও কারণ এদিন তুলে ধরেন।
মঙ্গল দেববর্মা বলেন, আইপিএফটি দলের সঙ্গে কোন ধরনের আলোচনা ছাড়াই বিজেপি গত ৩০ জুন ২০১৮ই পরবর্তী লোকসভা নির্বাচনের পরিকল্পনা করে নিয়েছে। তাই আইপিএফটি দলও পরবর্তী লোকসভা নির্বাচনে একা প্রতিদ্বন্ধিতা করার সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশ সময়: ০২১৬ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৮
এসসিএন/আরএ