ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিকদের কর্মবিরতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, জুলাই ১২, ২০১৮
ত্রিপুরায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিকদের কর্মবিরতি চা শ্রমিকদের কর্মবিরতি, ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরায় বেতন-ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করেছেন চা শ্রমিকরা।

বৃহস্পতিবার (১২ জুলাই) রাজ্যের পশ্চিম জেলার অন্তর্গত ফটিকছড়া চা বাগানের শ্রমিকরা এ কর্মসূচি পালন করে। এসময় শ্রমিকরা সব ধরনের কাজ বন্ধ রেখে বাগান কর্তৃপক্ষকে ঘেরাও করে রাখেন।

শ্রমিক সবিতা তাঁতি, সীতা পান্ডে ও সঞ্জু দাস বাংলানিউজকে জানান, বাগান কর্তৃপক্ষ দৈনিক ১০৫ রুপি মজুরি দিচ্ছে। এ সামন্য রুপি দিয়ে এখন আর সংসার চালানো যায় না। তাই বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে বাধ্য হয়ে তাদের আন্দোলনে নামতে হয়েছে। কিন্তু কর্মবিরতির জন্য কারখানায় উৎপাদন বন্ধ হলেও মালিক পক্ষের কেউ কথা বলতে আসেনি।

তাই মালিক পক্ষ তাদের দাবি মেনে না নেওয়া পর‌্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তারা।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, জুলাই ১২, ২০১৮
এসসিএন/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।