বৃহস্পতিবার (১২ জুলাই) রাজ্যের পশ্চিম জেলার অন্তর্গত ফটিকছড়া চা বাগানের শ্রমিকরা এ কর্মসূচি পালন করে। এসময় শ্রমিকরা সব ধরনের কাজ বন্ধ রেখে বাগান কর্তৃপক্ষকে ঘেরাও করে রাখেন।
শ্রমিক সবিতা তাঁতি, সীতা পান্ডে ও সঞ্জু দাস বাংলানিউজকে জানান, বাগান কর্তৃপক্ষ দৈনিক ১০৫ রুপি মজুরি দিচ্ছে। এ সামন্য রুপি দিয়ে এখন আর সংসার চালানো যায় না। তাই বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে বাধ্য হয়ে তাদের আন্দোলনে নামতে হয়েছে। কিন্তু কর্মবিরতির জন্য কারখানায় উৎপাদন বন্ধ হলেও মালিক পক্ষের কেউ কথা বলতে আসেনি।
তাই মালিক পক্ষ তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তারা।
বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, জুলাই ১২, ২০১৮
এসসিএন/ওএইচ/