ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

নেশামুক্ত রাজ্য করতে চায় বিজেপি সরকার: বিপ্লব দেব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৮
নেশামুক্ত রাজ্য করতে চায় বিজেপি সরকার: বিপ্লব দেব সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেছেন, রাজ্যকে নেশামুক্ত রাজ্য করতে চায় বিজেপি সরকার। তাই রাজ্য সরকার ইতোমধ্যে প্রায় এক কোটি গাঁজা গাছ ধ্বংস করেছে। এছাড়া রাজ্যের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রায় ২০ হাজার কেজি গাঁজা জব্দ করেছেন।

শনিবার (১৪ জুলাই) আগরতলার মহাকরনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সব কথা বলেন তিনি।

মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, রাজ্যে নিষিদ্ধ কফ সিরাপ ও ব্রাউন সুগারের মতো মাদকের বিরুদ্ধেও অভিযান চালানো হচ্ছে।

এর আগে ত্রিপুরা রাজ্যে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান হতো না। কারণ আগের সরকারের লোকজন মাদক ব্যবসায়ীদের সঙ্গে জড়িত ছিল। এর প্রমাণ তার কাছে রয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।  

শুধু ত্রিপুরা রাজ্যই নয় সমগ্র উত্তরপূর্ব ভারতকে নেশামুক্ত করতে সম্প্রতি শিলং শহরে আয়োজিত নর্থইস্ট কাউন্সিল'র বৈঠকে এ বিষয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
 
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৮
এসসিএন/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।