বুধবার (১৮ জুলাই) দুপুরে আইআইএম'র জমি দেখতে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে মাদক পাচারকারীদের বিরুদ্ধে চরম শাস্তির বিধান রয়েছে।
মুখ্যমন্ত্রী আরো জানান, গত ২৫ বছরে ত্রিপুরা সরকার মাত্র একজন গাঁজা ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিকে আটক করেছে। অথচ বিজেপি-আইপিএফ টি জোট সরকার গত চার মাসে ত্রিপুরা রাজ্যে ২০ হাজার কেজি গাঁজা পাচারকালে আটক করেছে। আটক করা হয়েছে ১০০ জনের বেশি মাদক কারবারিকে। যেটা রেকর্ড।
পুলিশের গোয়েন্দা শাখা জেনেছে বছরে ত্রিপুরা রাজ্যে ১ লাখ কেজির বেশি গাঁজা চাষ হয়।
বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৮
এসসিএন/এএ