ত্রিপুরা রাজ্য সরকার রাজধানী আগরতরলার পার্শ্ববর্তী খয়েরপুর এলাকার বোজংনগরে সেই দুইশ’ একর জায়গা নির্ধারণ করেছে। বুধবার (১৮ জুলাই) মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ওই জায়গাটি ঘুরে দেখেন।
জমি পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলেন, নির্বাচনী প্রচারণায় বিজেপির প্রতিশ্রুতি ছিল রাজ্যে তাদের সরকার প্রতিষ্ঠিত হলে এআইআইএমএস স্থাপন করা হবে। নতুন সরকার গঠনের পর এ বিষয়ে কেন্দ্রে প্রস্তাব পাঠানো হয়। ভারত সরকারের স্বাস্থ্যমন্ত্রী তা স্থাপনের অনুমোদন দিয়েছেন। তাই এখন রাজ্য সরকার দ্রুত জমি চিহ্নিত করে ভারত সরকারের হাতে তুলে দেবে।
মুখ্যমন্ত্রীর আশা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা ত্রিপুরায় এআইআইএমএস স্থাপনের চূড়ান্ত অনুমতি দেবেন।
বিপ্লব দেব আরও জানান, ত্রিপুরা রাজ্যে এটি স্থাপন হলে একদিকে যেমন রাজ্যবাসী উপকৃত হবেন, তেমনি প্রতিবেশী রাজ্য অাসাম এবং প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের মানুষও উপকৃত হবেন। কারণ বাংলাদেশ থেকে বহু মানুষ চিকিৎসা সেবা নিতে অনেক অর্থ ও সময় নষ্ট করে দক্ষিণ ভারতের চেন্নাই যান। এখানে এআইআইএমএস হলে তারা অতি অল্প খরচে ও দ্রুত চিকিৎসা পরিষেবা নিতে পারবেন ত্রিপুরায় এসে। আখাউড়া সীমান্ত পার হলেই ত্রিপুরা রাজ্যে খুব সহজে এসে বাংলাদেশের মানুষ চিকিৎসা সেবা নিতে পারবেন।
এটি স্থাপন হলে উন্নত পরিষেবার পাশাপাশি রাজ্যের সাধারণ মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। এসময় তার সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্য সচিব সঞ্জিব রঞ্জনসহ শীর্ষ কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ০৮৩৩ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৮
এসসিএন/এএটি/এইচএ/