ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলায় বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩১ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৮
আগরতলায় বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী পালিত জাতীয় পতাকা অর্ধনমিত করছেন হাইকমিশনের কর্মকর্তারা/ছবি: বাংলানিউজ

আগরতলা: বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত মিশনের সঙ্গে আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী।

এদিন সকাল ৮টা নাগাদ বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত করেন সহকারী হাইকমিশনার মো. শাখাওয়াৎ হোসেন।  

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাউপস্থিত সবাই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন করেন।

পরে বাংলাদেশের রাষ্ট্রপতির বাণী পাঠ করেন সহকারী হাইকমিশনার মো. শাখাওয়াৎ হোসেন, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন প্রথম সচিব মো. জাকির হোসেন ভূইয়া, দ্বিতীয় সচিব মোহম্মদ ইকবাল হোসেন পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন। এসময় মিশনের অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দুপুরে জাতির পিতার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও কর্মধারার উপর ভিডিও এবং আলোকচিত্র প্রদর্শনী হবে। রয়েছে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা সভা, দোয়া ও প্রার্থনা।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৮
এসসিএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।