ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

চাকরিতে পুনর্নিয়োগের দাবিতে অনশনে বন দফতরের কর্মীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
চাকরিতে পুনর্নিয়োগের দাবিতে অনশনে বন দফতরের কর্মীরা অনশনে বন দফতরের কর্মীরা

আগরতলা: ত্রিপুরা সরকার বন দফতরে কর্মরত ৩৫ জন অনিয়মিত কর্মী আমরণ অনশনে বসেছেন।

বুববার (২৯ আগস্ট) থেকে তারা রাজধানী আগরতলার পন্ডিত নেহেরু কমপ্লেক্সের বন দফতরের প্রধান কার্যালয়ের সামনে অনশনে বসেন।  

অনশনকারীদের পক্ষে বিশ্বনাথ রাঠোর সংবাদ মাধ্যমকে জানান, এই ৩৫ জন কর্মী দীর্ঘ ২০-২৫ বছর ধরে কাজ করে আসছেন।

কিন্তু সম্প্রতি দফতর তাদের কোনো কারণ ছাড়াই জানায়, ১ সেপ্টেম্বর থেকে তাদের কাজ থাকবে না।  

এর প্রতিবাদে এদিন থেকে তারা অনশনে বসেছেন। যতদিন পর্যন্ত বন দফতর তাদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত প্রত্যাহার না করবে ততদিন পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন।  

বাংলাদেশ সময়: ২৩১৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
এসসিএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।