ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

আগরতলা শহরে চালু হচ্ছে টিআরটিসি’র ভলভো সার্ভিস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৮
আগরতলা শহরে চালু হচ্ছে টিআরটিসি’র ভলভো সার্ভিস টিআরটিসি’র নতুন বাস, ছবি: বাংলানিউজ

আগরতলা: আগরতলা শহরে ভলভো বাস সার্ভিস চালু করতে যাচ্ছে ত্রিপুরা সড়ক পরিবহন করপোরেশন (টিআরটিসি)।

শনিবার (০৮ সেপ্টেম্বর) বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন টিআরটিসি’র চেয়ারম্যান দীপক মজুমদার।

দীপক মজুমদার জানান, আগরতলা বিমান বন্দর থেকে রেলস্টেশন হয়ে গোমতী জেলার ত্রিপুরা সুন্দরী মন্দির পর্যন্ত  ভলভো বাস সার্ভিস চালু করা হবে।

তবে, এজন্য এখনো দিনক্ষণ ঠিক করা হয়নি।

তিনি আরও জানান, টিআরটিসি’র দায়িত্ব দিয়েছেন একমাসও হয়নি। এরই মধ্যে তিনি আগরতলা-বিলোনিয়া, আগরতলা-কমলপুর ভায়া খোয়াই, আগরতলা-বিশ্রামগঞ্জ রোডে দৈনিক বাস সার্ভিস চালু করেছেন। এছাড়া রাজ্যের যেসব এলাকায় এখন ট্রেন চলাচল না করছে, ওই সব এলাকায়ও টিআরটিসি’র বাস সার্ভিস চালু করা হবে।

টিআরটিসি’র চেয়ারম্যান জানান, আগে ত্রিপুরা রাজ্যের প্রতিটি জেলা ও উপজেলায় টিআরটিসি’র দৈনিক বাস সার্ভিস ও পণ্য পরিবহনের জন্য ট্রাক সার্ভিস চালু ছিলো। কিন্তু ১৯৯৩ সালে বামফ্রন্ট ক্ষমতায় আসার পর ধীরে ধীরে তা বন্ধ হতে থাকে। রাজ্যে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও ইনডিজেনাস পিপলস ফ্রন্ট অফ ত্রুইপ্রার (আইপিএফটি) জোট সরকার ক্ষমতায় আসার পর আবারও টিআরটিসি বাস সার্ভিসের ওপর গুরুত্ব দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৮
এসসিএন/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।