ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

বন্দর ব্যবহারে অনুমতি পাওয়ায় ত্রিপুরা সরকারের ধন্যবাদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
বন্দর ব্যবহারে অনুমতি পাওয়ায় ত্রিপুরা সরকারের ধন্যবাদ সংবাদ সম্মেলনে ত্রিপুরা রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী যীষ্ঞু দেববর্মা

আগরতলা: মোংলা ও চট্টগ্রাম সমুদ্র বন্দর ব্যবসায়ীক কাজে ভারত ব্যবহার করতে পারবে এমন একটি বিল জাতীয় সংসদে পাস হওয়ায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছে ত্রিপুরা সরকার।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় মহাকরণ'র প্রেস কর্নারে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সরকারের এই সিদ্ধান্তের স্বাগত এবং ধন্যবাদ জান‍ায় ত্রিপুরা রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী যীষ্ঞু দেববর্মা।  

পাস হওয়া এ বিলের কারণে সবচেয়ে বেশি সুবিধা পাবে ভারতের ত্রিপুরাসহ উত্তরপূর্ব রাজ্যগুলো।

এ দুই বন্দর ব্যবহার করে রাজ্যগুলোতে পণ্য আমদানি ও উৎপাদিত পণ্য বিদেশে রফতানি সম্ভব হবে। এ সুবিধা দেওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে ধন্যবাদ জান‍ায় ত্রিপুরা সরকার।  

বাংলাদেশ সময়: ০০১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
এসসিএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।