ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

প্রেস দিবস উপলক্ষে আগরতলায় আলোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৮
প্রেস দিবস উপলক্ষে আগরতলায় আলোচনা সভা জাতীয় প্রেস দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): ভারতের জাতীয় প্রেস দিবস উপলক্ষে আগরতলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‘সাংবাদিকতায় মূল্যবোধ ও ডিজিটাল যুগে সাংবাদিকতার চ্যালেঞ্জ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় আগরতলা প্রেসক্লাবের সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

আগরতলা প্রেসক্লাবের উদ্যোগে এবং ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের সহযোগিতায় আয়োজিত এ আলোচনা সভার উদ্বোধন করেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

আলোচনা সভায় মুখ্যমন্ত্রী বলেন- পবিত্রতা বজায় রেখে কাজ করার শপথ নেওয়াই হোক জাতীয় প্রেস দিবসে। সংবাদমাধ্যম কাজ নিয়ে সবাই সমালোচনা করে, কিন্তু তাদের দেখার কেউ নেই। তাই খুব সতর্কভাবে সংবাদকর্মীদের কাজ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন- ত্রিপুরা সরকারের শিক্ষা ও আইন দফতরের মন্ত্রী রতন লাল নাথ, ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ, ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট সাংবাদিক শেখর দত্ত, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি সুবল কুমার দে, আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৪৩৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৮
এসসিএন/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।