ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় সপ্তম আন্তর্জাতিক ট্যুরিস্ট মার্ট ২২ নভেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৮
ত্রিপুরায় সপ্তম আন্তর্জাতিক ট্যুরিস্ট মার্ট ২২ নভেম্বর সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রাণজীৎ সিংহ রায়। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): এবারই প্রথম ত্রিপুরায় তিন দিনব্যাপী সপ্তম আন্তর্জাতিক ট্যুরিস্ট মার্ট শুরু হচ্ছে।

রোববার (১৭ নভেম্বর) দুপুরে ত্রিপুরা সরকারের পর্যটন দফতরের মন্ত্রী প্রাণজীৎ সিংহ রায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে প্রাণজীৎ সিংহ জানান, ভারতের বিভিন্ন রাজ্যের প্রতিনিধিদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৪০০জন প্রতিনিধি এ পর্যটন উৎসবে অংশ নেবেন।

আগামী ২২ নভেম্বর থেকে এ পর্যটন উৎসব শুরু হয়ে শেষ হবে ২৪ নভেম্বর। এতে ব্যয় ধরা হয়েছে দুই কোটি ৫০ লাখ রুপি। অনুষ্ঠানের সূচনা করবেন ভারত সরকারের পর্যটন দফতরের প্রতিমন্ত্রী।  

সিপাহীজলা জেলার মেলারঘরের নীরমহলে এ উৎসবের আয়োজন করা হবে বলেও জানান মন্ত্রী প্রাণজীৎ।  

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৮
এসসিএন/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।