ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরা বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু শুক্রবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৩ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৮
ত্রিপুরা বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু শুক্রবার অ্যাডভাসরি কমিটির বৈঠক। ছবি: বাংলানিউজ

আগরতলা: ত্রিপুরা বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হবে আগামী শুক্রবার (২৩ নভেম্বর)। চলবে মঙ্গলবার (২৭ নভেম্বর) পর্যন্ত।

মঙ্গলবার (২০ নভেম্বর) দুপুরে বিধানসভার সভাকক্ষে অ্যাডভাসরি কমিটির (বিএসি) বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকের সভাপতিত্ব করেন বিধানসভার স্পিকার রেবতী মোহন দাস।

বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, এ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বের পাশাপাশি, রেফারেন্স, কলিং অ্যাটেনশন ইত্যাদি থাকবে। তবে মাঝে শনি ও রোববার (২৪ ও ২৫ নভেম্বর) দু’দিন অধিবেশন বন্ধ থাকবে।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
এসসিএন/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।