ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

আগরতলা

ফেব্রুয়ারিতে ত্রিপুরায় যাবেন নরেন্দ্র মোদী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
ফেব্রুয়ারিতে ত্রিপুরায় যাবেন নরেন্দ্র মোদী ত্রিপুরা প্রদেশ বিজেপির মুখপাত্র কমিটির সদস্য নবেন্দু ভট্টাচার্য্য।

আগরতলা (ত্রিপুরা): চলতি বছরের ফেব্রুয়ারিতে ত্রিপুরা সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শুক্রবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় সংবাদমাধ্যমকে এ কথা জানান ত্রিপুরা প্রদেশ বিজেপির মুখপাত্র কমিটির সদস্য নবেন্দু ভট্টাচার্য্য।

তিনি জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র’র ২৯ জানুয়ারিতে ত্রিপুরা সফরের কথা ছিলো।

কিন্তু কাজের ব্যস্ততার জন্য তিনি আসতে পারেননি। তবে পরবর্তী সময়ে তার ত্রিপুরা সফরের দিন ধার্য হয়েছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ। তবে জরুরি কোনো কারণে যদি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আসতে না পারেন তবে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে আসা নিশ্চিত।

তার ত্রিপুরা সফরে এদিকে বিভিন্ন সরকারি ও দলীয় কর্মসূচিও রয়েছে বলেও জানান তিনি। দলীয় কর্মসূচিতে রাজ্যের নেতাদের সঙ্গে বৈঠক করবেন ও জনসভায় প্রধান বক্তা হিসেবেও উপস্থিত থাকবেন তিনি।

বাংলাদেশ সময় ২১২০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৯
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।