ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

নির্বাচনী প্রচারে পশ্চিমবঙ্গে যাচ্ছেন বিপ্লব দেব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
নির্বাচনী প্রচারে পশ্চিমবঙ্গে যাচ্ছেন বিপ্লব দেব ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): ভারতের নির্বাচন কমিশন আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না দিলেও নির্বাচনী প্রচারে যোগ দিতে দুদিনের জন্য পশ্চিমবঙ্গ যাচ্ছেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিকে ভারতের রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছে। 

রোববার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় ত্রিপুরা প্রদেশ বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য্য বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নির্বাচনী প্রচারে  সোমবার (২৮ জানুয়ারি) মুখ্যমন্ত্রী বিপ্লব দেব আগরতলা থেকে কলকাতা যাবেন।

 এদিন পশ্চিমবঙ্গের বর্ধমানের ঘাটালে একটি জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এছাড়া পশ্চিমবঙ্গের হুগলীর আরামবাগ এলাকার অপর একটি জনসভায় বক্তব্য দেবেন বিপ্লব দেব।

এদিকে বিজেপি সরকারের গত পাঁচ বছরের উন্নয়ন সাধারণ মানুষদের মধ্যে প্রচার চালিয়েছে দলটি। এছাড়া বিরোধী দলগুলো বিজেপির সরকার প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি এমন অভিযোগ এনে তাদের নির্বাচনী প্রচারণা চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
এসসিএন/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।