ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

কাশ্মীরে নিহত সেনাদের পরিবারকে নগদ সহায়তা দেবে ত্রিপুরা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
কাশ্মীরে নিহত সেনাদের পরিবারকে নগদ সহায়তা দেবে ত্রিপুরা সংবাদ সম্মেলনে ত্রিপুরার মুখ্যমন্ত্রীসহ অন্যরা-ছবি-বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যে জঙ্গী হামলায় নিহত ভারতীয় সেনা জওয়ানদের পরিবার-পরিজনদের সমবেদনা জানানোর পাশাপাশি আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা সরকার। 

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনে একথা জানান ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।  

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যে ভারতীয় জওয়ানদের উপর যে বর্বোচিত ঘটনা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়, এ ঘটনায় যারা জড়িত তারা ক্ষমার অযোগ্য।

পাশাপাশি নিহত জওয়ানদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।  

সেইসঙ্গে তিনি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ৪২ জন ভারতীয় জওয়ানের মৃত্যু হয়েছে। মৃত প্রত্যেক জওয়ানের পরিবারকে ত্রিপুরা সরকারের তরফে ২ লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এ ঘটনায় ত্রিপুরা রাজ্যের কোনো জওয়ান নিহত বা আহত হননি।

এদিন মহাকরণের কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী ছাড়াও উপ-মুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মা এবং রাজস্বমন্ত্রী এনসি দেববর্মাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, ১৫ ফেব্রুয়ারি, ২০১৯
এসসিএন/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।