ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

চকবাজার ট্র্যাজেডিতে নিহতদের মাগফেরাতে আগরতলায় মোনাজাত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
চকবাজার ট্র্যাজেডিতে নিহতদের মাগফেরাতে আগরতলায় মোনাজাত আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনে পতাকা অর্ধনমিত রাখা হয়, ছবি: সংগৃহীত

আগরতলা (ত্রিপুরা): পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার শান্তি কামনায় মোনাজাত হয়েছে আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনে। এসময় নিহতদের পরিবারের প্রতি সমবেদনাও জানানো হয়।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশে এ উপলক্ষে রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে আগরতলার সহকারী হাইকমিশনেও এ কর্মসূচি পালন করা হয়। এ পরিপ্রেক্ষিতে সোমবার কমিশনে বাংলাদেশের পতাকা অর্ধনমিত রাখা হয়।

পরে স্থানীয় সময় বিকেল ৩টায় বিশেষ মোনাজাত হয়। এতে কমিশনের সকল আধিকারিক, কর্মকর্তা ও কর্মীরা অংশ নিয়েছিলেন।

বুধবার (২০ ফেব্রুয়ারি) রাতে চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মারা যান ৬৭ জন। তাদের আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা-সহমর্মিতা প্রকাশের জন্য সোমবার রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেয় সরকার।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
এসসিএন/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।