ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপনে আগরতলায় নানান আয়োজন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৯
বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপনে আগরতলায় নানান আয়োজন সংবাদ সম্মেলন, ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): নানান আয়োজনের মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপনের পরিকল্পনা নিয়েছে আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন।

বৃহস্পতিবার (১৪ মার্চ) আগরতলার কুঞ্জবন এলাকায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কথা জানান সহকারী হাইকমিশনার কিরীটি চাকমা।

এসময় সংবাদ সম্মেলনে প্রথম সচিব মো. জাকির হোসেন ভূইয়া এবং দ্বিতীয় সচিব মো. ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী রোববার (১৭ মার্চ) দুপুরে কুঞ্জবনে কার্যালয় প্রাঙ্গণে  বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হবে। এরপর বাণী পাঠ, বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক নিয়ে তথ্যচিত্র প্রদর্শন করা হবে। শিশুদের নিয়ে চিত্রাঙ্কন, কেক-কাটা, আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সবশেষে পুরস্কার বিতরণীর অনুষ্ঠানের সমাপ্তি করা হবে।  

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৯
এসসিএন/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।