ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

লোকসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন প্রতিমা ভৌমিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১৯
লোকসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন প্রতিমা ভৌমিক মিছিলে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও বিজেপির প্রার্থী প্রতিমা ভৌমিক। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): ভারতের ১৭তম জাতীয় সংসদ নির্বাচনে পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী (বিজেপি) প্রতিমা ভৌমিক। 

শুক্রবার (২২ মার্চ) ত্রিপুরায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রির্টানিং কর্মকর্তা সন্দীপ এন মহাত্মের হাতে মনোনয়ন জমা দেন।

এদিন প্রথমে প্রতিমা ভৌমিক ত্রিপুরার সুন্দরী মন্দিরে গিয়ে পূজা করেন।

পরে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে দলের নেতাকর্মী ও সমর্থকরা আগরতলার রবীন্দ্র ভবনের সামনে এসে জড়ো হন। সেখান থেকে বিশাল মিছিল নিয়ে রাজ্যের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন প্রতিমা ভৌমিক। এ সময় উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপ মুখ্যমন্ত্রী যীষ্ঞু দেববর্মা, শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, কৃষিমন্ত্রী প্রাণজীৎ সিংহ রায় প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, মার্চ ২২, ২০১৯
এসসিএন/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।