সোমবার (১ এপ্রিল) সকালে রাজ্যের ধলাই জেলার সাড়ে চারমাইল এলাকার এসপিও ক্যাম্পে এ ঘটনা ঘটে।
নিহতের সহকর্মীরা বাংলানিউজকে জানান, সকালে জওয়ানরা বাথরুমে থাকা অবস্থায় গুলির শব্দ পান।
মহকুমা পুলিশ কর্মকর্তা (এস ডি পি ও) আশিষ দাস গুপ্ত জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে এ ঘটনায় অন্য জওয়ানদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে রোববার (৩১ মার্চ) মধ্যমজয় ত্রিপুরার মোবাইল ফোনে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছিলেন। সহকর্মীদের ধারণা, পারিবারিক কোনো সমস্যার কারণে তিনি আত্মহত্যা করতে পারেন।
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৯
এসসিএন/এএটি