শুক্রবার (৫ এপ্রিল) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ত্রিপুরা পুলিশের মহা-নির্দেশক (ডিজি) একে শুক্লা।
সংবাদ সম্মেলনে তিনি জানান, ত্রিপুরা পুলিশের পাশাপাশি ভোটের নিরাপত্তা দিতে রাজ্য ৬৪ কোম্পানি আধাসামরিক বাহিনী আনা হয়েছে।
তিনি আরো বলেন, নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে রাজ্যের বিভিন্ন থানায় ৩৫টি মামলা নথিভুক্ত হয়েছে। এ মামলার ভিত্তিতে ২৩জনকে পুলিশ গ্রেফতার করেছে এবং ৬জন নিজে আত্মসমর্পণ করেছেন। ভোটের সময় কোনো বহিঃরাগত দুষ্কৃতি যাতে রাজ্যে আসতে না পারে তার জন্যও পুলিশ বিশেষ পদক্ষেপ নিয়েছে। যেহেতু ত্রিপুরা রাজ্যের প্রায় ৮০ শতাংশ এলাকায় বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে তাই ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী (বিএসএফ)সঙ্গে ত্রিপুরা পুলিশের বৈঠক হয়েছে নিরাপত্তা।
সংবাদ সম্মেলনে ডিজি ছাড়াও এডিজি রাজীব সিংসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৯
এসসিএন/এএটি