শুক্রবার (৫ এপ্রিল) স্থানীয় সময় দিনগত রাত ১১টায় ত্রিপুরার উত্তর জেলার পানিসার এলাকার বিএসএফের ১৩৩ নম্বর ব্যাটালিয়ানের প্রধান কার্যালয়ে চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, অনিল কুমার এবং বি ডি রাও নিজেদের মধ্যে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন।
সূত্র জানিয়েছে, অনিল কুমারকে প্রথমে পানিসাগর হাসপাতালে ও পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য আগরতলায় পাঠানো হয়েছে।
এদিকে ময়না তদন্তের জন্য নিহত জওয়ানের মরদেহ ধর্মনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। আচমকা এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। তবে এনিয়ে মুখ খুলতে নারাজ বিএসএফ কর্মকর্তারা।
শনিবার (৬ এপ্রিল) উত্তর জেলার পুলিশ কর্মকর্তা (এসপি) ভানুপদ চক্রবর্তী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এ ঘটনায় বিএসএফের পক্ষ থেকে পানিসাগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে বিএসএফের পক্ষ থেকে কোনো কিছু না জানানোয় রহস্যের সৃষ্টি হয়েছে। এটা কি নেহাত আত্মহত্যার ঘটনা, না-কি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৯
এসসিএন/এসএ/এএটি