রোববার (১৪ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৯টা থেকে বাংলাদেশ থেকে আগত শিল্পী ও ত্রিপুরা রাজ্যের শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন।
এর মধ্যে বাংলাদেশের শিল্পী সালমা মুন্নি পরিচালিত সমবেত নৃত্য তাক ধুমা ধুম এবং আগে কি সুন্দর দিন কাটাইতাম।
অনুষ্ঠানের উপস্থাপনা করেন বাংলাদেশ বেতারের উপস্থাপিকা জান্নতুল ফেরদৌস লিজা।
সাংস্কৃতিক অনুষ্ঠানের পর ঐতিহ্যবাহী বৈশাখী পিঠা প্রতিযোগিতা এবং ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং আপ্যায়ন অনুষ্ঠিত হয়।
এবারই প্রথমবারের মতো সহকারী হাইকমিশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় বৈশাখী পিঠা প্রতিযোগিতা। কিশোর, নারী-পুরুষ বিভাগে আলাদা আলাদা ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সহকারী হাইকমিশনার কিরিটী চাকমা, দ্বিতীয় সচিব মো: ইকবাল হোসেনসহ সহকারী হাই কমিশনের সকল কর্মচারী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৯
এসসিএন/এএটি