সম্প্রতি সুমিত সরকার নামে এক বিজেপিকর্মী পশ্চিম আগরতলা থানায় তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
বৃহস্পতিবার (২ মে) ত্রিপুরা পুলিশের দক্ষিণাঞ্চল শাখার ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) অরিন্দম নাথ তাপস দের বিরুদ্ধে মামলার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
এ বিষয়ে তাপস দেকে জিজ্ঞাসা করা হলে তিনি বাংলানিউজকে বলেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে পরিবেশিত সংবাদ তিনি তার বন্ধুদের মধ্যে শেয়ার করেছেন মাত্র। তিনি এখানে নিজের মতামত যুক্ত করেননি। প্রশ্ন যারা এ সংবাদ পরিবেশন করেছেন তাদের বিরুদ্ধে পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন? তার বিরুদ্ধে মামলা উদ্দেশ্যমূলক বলেও তার অভিযোগ।
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুৎসা রটানোর অভিযোগে ইতোমধ্যে সৈকত তলাপাত্র নামে এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। সৈকত তলাপাত্রের বিরুদ্ধেও পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের করেছিলেন সুমিত সরকার। তাই একই অভিযোগে কংগ্রেস নেতা তাপস দের গ্রেফতার হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, মে ০২, ২০১৯
এসসিএন/আরবি/