বুধবার (০৮ মে) দুপুরে আগরতলাস্থ ত্রিপুরা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) শ্রীরাম তরণীকান্ত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
তিনি জানান, পুনঃনির্বাচনের দিন ধার্য করা হয়েছে ১২ মে।
পশ্চিম ত্রিপুরা আসনে নির্বাচন নিয়ে বিরোধীদের অভিযোগ, গত ১১ এপ্রিল পশ্চিম ত্রিপুরা আসনের ভোটগ্রহণ হলেও ওইদিন শাসকদলের বিরুদ্ধে ছাপ্পা ভোট এবং পোলিং এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়া হয়। পরে রিটার্নিং অফিসারদের দেওয়া রিপোর্টে ৪৩৩ টি পোলিং বুথে গড়মিল পাওয়া যায়।
পরবর্তীতে কংগ্রেস এবং সিপিআই(এম) ভারতে নির্বাচন কমিশনে দফায় দফায় তাদের অভিযোগের পাশাপাশি পুনঃনির্বাচনের দাবি জানায়। বিরোধীরা প্রথমে কিছু বুথে পুনরায় নির্বাচন চাইলেও পরবর্তী সময়ে দুই প্রধান বিরোধী দলই সম্পূর্ণ পশ্চিম ত্রিপুরা আসনে এ দাবি জানায়।
অন্যদিকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা কমিশনের আঞ্চলিক প্রধানকে অপসারণের দাবি জানায়। তবে এসব দাবির প্রেক্ষিতে ১৬৮টি বুথে পুনরায় নির্বাচনের ঘোষণা করেছে কমিশন।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মে ০৮, ২০১৯
এসসিএন/এমএ