এইদিন সকালে রাজ্যের রাজধানী আগরতলার কুঞ্জনবন এলাকার রবীন্দ্র কাননে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ।
এদিকে ভারতে লোকসভা নির্বাচনের কারণে কোনো মন্ত্রীসহ নির্বাচিত প্রতিনিধিরা এ অনুষ্ঠানে যোগ দিতে পারেননি।
রবীন্দ্র কাননের রবীন্দ্র ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এই অনুষ্ঠানে কচিকাঁচা থেকে শুরু করে বিভিন্ন বয়সী লোক রবীন্দ্র সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন।
এছাড়াও রবীন্দ্র ভবনসহ আগরতলার অন্যান্য সভাগৃহে বেসরকারি উদ্যোগে চলছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। দিনভর চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। আগরতলার পাশাপাশি রাজ্যের প্রতিটি জেলা-উপজেলায় রবীন্দ্র জন্মোৎসব উদযাপিত হচ্ছে।
বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, মে ০৯, ২০১৯
এসসিএন/এএটি