ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় টিবিএসইর বিজ্ঞান বিভাগের ফল প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪১ ঘণ্টা, মে ২২, ২০১৯
ত্রিপুরায় টিবিএসইর বিজ্ঞান বিভাগের ফল প্রকাশ সংবাদ সম্মেলনে টিবিএসইর পর্ষদের সভাপতি ভবতোষ সাহা। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ (টিবিএসই) পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিজ্ঞান বিভাগের ফলাফল প্রকাশিত হয়েছে।

মঙ্গলবার (২১ মে) আগরতলার টিবিএসইর পর্ষদের কার্যালয়ের সভা কক্ষে সংবাদ সম্মেলনে এ ফলাফল ঘোষণা করেন পর্ষদের সভাপতি ভবতোষ সাহা।  

তিনি জানান, এবছর উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগে মোট তিন হাজার ৩৫৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

এদের মধ্যে মোট পাস করেছে দুই হাজার ৯৮৭ জন। এবার এ বিভাগের পাসের হার ৮৮ দশমিক ৯৫ শতাংশ। যা গত বছর ছিল ৮৪ দশমিক ৩১ শতাংশ।  

সংবাদ সম্মেলনে পর্ষদের সভাপতি ভবতোষ পরীক্ষা পরিচালনায় যারা সহযোগিতা করেছেন তাদের ধন্যবাদ জানান।

আগামী ১০ জুন মধ্যে উচ্চ মাধ্যমিকের কলা, বাণিজ্য ও আরবি শাখার ফল প্রকাশ করা হবে বলেও জানান পর্ষদের সভাপতি ভবতোষ।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন টিবিএসইর পর্ষদের অন্যান্য কর্মকর্তারা।  

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, মে ২১, ২০১৯
এসসিএন/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।