ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

জমে উঠেছে ত্রিপুরার পশুর হাট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৯
জমে উঠেছে ত্রিপুরার পশুর হাট

আগরতলা (ত্রিপুরা): প্রতিবছরের মতো এবারও ঈদুল আজহা উপলক্ষে ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার বক্সনগর মিনি স্টেডিয়ামে বসেছে কোরবানির পশুর হাট। রাজ্যের বিভিন্ন এলাকা থেকেই নিজেদের পশু বিক্রি করতে এ হাটে এসেছেন ব্যাপারীরা। আসতে শুরু করেছেন বিক্রেতারাও। ফলে জমে উঠেছে এ পশুর হাট।

এ হাট ঘুরে দেখা যায়, নিজেদের সাধ্য অনুযায়ী পশু কিনছেন ক্রেতারা। এ হাটের সবচেয়ে বড় গরুটি বিক্রি হয়েছে এক লাখ ২০ হাজার রুপিতে।

স্থানীয় এক ব্যক্তিই এটি কিনেছেন।

এদিকে হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের জন্য ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংখ্যালঘু মোর্চার পক্ষ থেকে খাওয়ার পানির ব্যবস্থা করা হয়েছে।

এছাড়া শান্তিপূর্ণভাবে ঈদ পালনের জন্য সবার প্রতি আহ্বান জানান স্থানীয় সমাজসেবক আব্দুল হক ও বক্সনগর এলাকার মসজিদের ইমাম।

বাংলাদেশ সময়: ০৯৩৭ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৯
এসসিএন/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।