এ উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কমিটির উদ্যোগে মঙ্গলবার (২০ আগস্ট) রাজ্যের প্রতিটি সাংগঠনিক ব্লক, মহকুমা, জেলা ও রাজ্য কার্যালয়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
এইদিনের মূল কর্মসূচি অনুষ্ঠিত হয় আগরতলার পোস্ট অফিস চৌমুহনীতে অবস্থিত ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির কার্যালয়ে।
দলীয় কার্যালয়ের সামনে প্রয়াত প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর দেব বর্মণ, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ত্রিপুরা রাজ্যের অবজারভার ভূপেন বরা, সহ-সভাপতি ও মুখপাত্র তাপস দে প্রাক্তন বিধায়ক গোপাল রায়, বীরজিৎ সিনহা, ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সহ-সভানেত্রী নিবেদিতা রায়, ছাত্র সংগঠন এন এস ইউ আই’র সহ সভাপতি সম্রাট রায়সহ দলের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা। পরে গান্ধীঘাটে গিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে প্রদ্যুৎ কিশোর দেব বর্মণ বলেন, প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর দেশের উন্নয়নের জন্য বিশেষ অবদান রেখে গেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি আধুনিক ভারতের সূচনা করেছিলেন। তার চিন্তাধারার ফসল বর্তমান এই আধুনিক ভারতবর্ষ।
শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি এন এস ইউ আই’র ত্রিপুরা ইউনিট ও যুব কংগ্রেসের উদ্যোগে রক্তদান কর্মসূচির আয়োজন ও সেবা দলের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়।
সাবেক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এক টুইট বার্তায় শ্রদ্ধা জানান ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৯
এসসিএন/এএটি