বুধবার (২১ আগস্ট) আগরতলা প্রেসক্লাবে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন দাবির কথা তুলে ধরেন সম্পাদক পুজন কুমার ভট্টাচার্য্য। কমিটির অন্যান্য নেতা ও সদস্যরাও এসময় উপস্থিত ছিলেন।
বিভিন্ন সময় রাজ্যের উগ্রবাদী সংগঠনগুলোর হাতে আক্রান্ত উদ্বাস্তু বাঙালি পরিবারগুলোর সংগঠন ‘ত্রিপুরা রাজ্য উদ্বাস্তু উন্নয়ন কমিটি’। এসব পরিবারের আর্থসামাজিক উন্নয়ন ও অধিকার রক্ষায় দীর্ঘ দিন ধরে কাজ করে চলেছে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে এ সংগঠন থেকে সরকারের কাছে বিশেষভাবে যেসব দাবি তুলে ধরা হয়, সেগুলো হলো- উদ্বাস্তু বাঙালিদের সরকারি প্রকল্পে ঘর দেওয়া, ভূমিহীনদের ভূমির বন্দোবস্ত করা, পরিবারগুলোকে এককালীন পাঁচ লাখ করে রুপি অনুদান দেওয়া, সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধার ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান, প্রত্যেক পরিবারের কর্মসংস্থানের ব্যবস্থা ও বেহাত জমি পুনরুদ্ধার করে দেওয়া।
রাজ্যের নতুন সরকার দ্রুত অসহায় এসব পরিবারের দাবি পূরণে পদক্ষেপ নেবে বলে সংবাদ সম্মেলনে আশা প্রকাশ করেন পুজন কুমার।
বাংলাদেশ সময় ঘন্টা: ১৭১৫ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৯
এসসিএন/এইচজে