ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় এক বছরে ৯৮২ জনের আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৯
ত্রিপুরায় এক বছরে ৯৮২ জনের আত্মহত্যা বিধানসভা অধিবেশন, ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): ২০১৮ সালের মার্চ মাস থেকে ২০১৯ সালের মে মাস পর্যন্ত ত্রিপুরা রাজ্যে ৯৮২ জন আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

সোমবার (২ সেপ্টেম্বর) বিধানসভা অধিবেশনের দ্বিতীয়দিন কমিউনিস্ট পার্টির (সিপিআই-এম) নেতা ও বিরোধী দলীয় বিধায়ক রতন ভৌমিকের লিখিত এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান মুখ্যমন্ত্রী।

বিপ্লব কুমার দেব জানান, ২০১৮ সালের মার্চ মাস থেকে ২০১৯ সালের মে মাস পর্যন্ত ত্রিপুরা রাজ্যে ৯৮২ জন আত্মহত্যা করেছেন।

যারমধ্যে পুরুষ ৬৭৫জন ও নারী ৩০৭জন। এছাড়া এরমধ্যে ১৮টি আত্মহত্যার ঘটনা ঘটেছে যৌতুকের জন্য, সবগুলোর জন্যই থানায় মামলা নথিভূক্ত করা হয়েছে।  

এরপর রতন কুমার ভৌমিক দু’টি মৃত্যুর প্রসঙ্গ টেনে তা কী আত্মহত্যা না হত্যা জানতে চান? উত্তরে মুখ্যমন্ত্রী জানান, এ বিষয়ে তার হাতে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। তথ্য নিয়ে পরে জানাবেন।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৯
এসসিএন/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।