এ উপলক্ষে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর দক্ষিণ রামনগরের বর্ডার গোলচক্কর এলাকাবাসীর উদ্যোগে মহরমের তাজিয়া মিছিল নিয়ে বের হয়। মিছিলটি রাজধানীর বিভিন্ন রাস্তা পরিক্রমা করে আবার বর্ডার গোলচক্কর এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিলে বিভিন্ন বয়স পুরুষ, শিশু-কিশোর এবং নারীরা সামিল হয়ে ছিলেন।
এই দিনেই কারবালার যুদ্ধে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র ইমাম হোসাইনকে হত্যা করা হয়। বিশ্বব্যাপী শিয়া মতাদর্শীরা এ দিনটি পালন করে থাকেন।
আগরতলার পাশাপাশি ত্রিপুরা রাজ্যের অন্যান্য এলাকাতেও যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হয়েছে মহরম। আশুরা উপলক্ষে ত্রিপুরা রাজ্য সরকারের তরফে একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। তাই সমস্ত রকম সরকারি কার্যালয় বন্ধ রয়েছে।
বাংলাদেশ সময়: ০৩২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৯
এসসিএন/এসআরএস