বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুই নেতার মধ্যে এই বৈঠকের কথা শুক্রবার (৪ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর দফতর।
এতে বলা হয়, বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্যের বিভিন্ন বিষয়ে উন্নতির জন্য প্রতিবেশী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন।
আন্তঃরাষ্ট্রীয় গাড়ি চলাচলের জন্য সাময়িক পারমিটসহ বিবিআইএন নম্বর প্রদানের বিষয়েও ইতিবাচক আলোচনা হয় বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে আসন্ন বৈঠকে যে সমঝোতা ও চুক্তি হবে তার মধ্যে ত্রিপুরার বিষয়ও রয়েছে। বাংলাদেশ সরকার ভারত সরকারের সম্মতিক্রমে ত্রিপুরার সোনামুড়া ও বাংলাদেশের মধ্যে তৈরি হতে যাওয়া জলপথকে ‘আন্তর্জাতিক প্রটোকল রুট’ হিসেবে ঘোষণা করতেও রাজি।
ত্রিপুরা থেকে রাবার ও বাঁশসহ ১৪টি পণ্য রপ্তানির ওপর ছাড় দেওয়ার বিষয়েও বৈঠকে সম্মতি আসে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৯
এসসিএন/এইচএ/