শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় আখাউড়া সীমান্তে বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) জওয়ানরা নিজ নিজ দেশের জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে নামানোর পর এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উভয় দেশের সীমান্তবর্তী এলাকায় বসবাস করা সাধারণ মানুষও উপস্থিত ছিলেন।
এসময় দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারা জানান, নানা অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমেই দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে মৈত্রী ও বিশ্বাসের সম্পর্ক আরও মজবুত হয়।
দীপাবলির পাশাপাশি ইংরেজি নববর্ষ, পহেলা বৈশাখ, ঈদ, বাংলাদেশের বিজয় দিবস, বিজয়া দশমীসহ বিভিন্ন উৎসবে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে শুভেচ্ছা বিনিময় হয়ে থাকে।
বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
এসসিএন/এবি/এসএ