ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় যুব ফেডারেশনের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৯
ত্রিপুরায় যুব ফেডারেশনের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী ত্রিপুরায় যুব ফেডারেশনের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন। ছবি: বাংলানিউজ

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরায় বামফ্রন্টের যুব সংগঠন ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশনের (ডিওয়াইএফআই) ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হচ্ছে।

রোববার (৩ নভেম্বর) গোটা ভারতসহ ডিওয়াইএফআইর ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে এই দিনটি উদযাপিত হচ্ছে।

এই উপলক্ষে রাজ্যব্যাপী নানা কর্মসূচি নেওয়া হয়েছে।

সকালে রাজধানীর মেলারমাঠ এলাকায় ছাত্র-যুব ভবনের সামনে সংগঠনের তরফে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের কাজ করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ বেদীতে ফুল দিয়েছেন সম্পাদক নবারুণ দেবসহ বর্তমান নেতা ও সদস্যরা।  

সভায় বক্তারা বলেন, দেশে গণতন্ত্র বিপন্ন, এই লড়াইয়ে বামপন্থিরাই প্রধান ভূমিকা নেবে।  

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৯
এসসিএন/এফএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।