রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যায় আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদের মূল গেটের সামনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্য সদস্যরা মুখে কাপড় বেঁধে ও নির্যাতিতা চিকিৎসকের ছবির সামনে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। তারা এই ঘটনায় জড়িত চারজনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এদিকে, ধর্ষণের পর জীবন্ত পুড়িয়ে মারার মতো এমন বর্বরোচিত ঘটনায় ক্ষোভ সৃষ্টি হয়েছে গোটা ভারতজুড়ে। বুদ্ধিজীবী মহল থেকে দাবি উঠেছে, এই ধর্ষকদের হয়ে যেন কোনো আইনজীবী আদালতে মামলা না লড়েন। আবার কেউ কেউ দাবি করছেন, ধর্ষক ও খুনিদের চূড়ান্ত শাস্তি যেন মৃত্যুদণ্ড দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৯
এসসিএন/একে