ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আগরতলা

আগরতলায় চলছে চন্দ্রমল্লিকা ফুলের প্রদর্শনী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
আগরতলায় চলছে চন্দ্রমল্লিকা ফুলের প্রদর্শনী আগরতলায় চন্দ্রমল্লিকার প্রদর্শনী। ছবি: বাংলানিউজ

আগরতলা(ত্রিপুরা): ত্রিপুরা খ্রিসেন্তিমাম গিল্ডের আয়োজনে রাজধানী আগরতলার সিটি সেন্টারের সামনে চলছে চন্দ্রমল্লিকা প্রদর্শনী।

বুধবার (২৫ ডিসেম্বর) বড়দিনের সন্ধ্যায় তিনদিনের এ প্রদর্শনীর সূচনা হয়।

এ আয়োজনের মধ্য দিয়ে ২০তম বছরে পড়লো এ প্রদর্শনী।

এ বছর প্রদর্শনীতে প্রায় ৪২ প্রজাতির চন্দ্রমল্লিকা ফুল প্রদর্শিত হচ্ছে বলে বাংলানিউজকে জানান আয়োজক কমিটির সদস্য নির্মল চক্রবর্তী। এরমধ্যে কিছু বিরল প্রজাতির ফুলও আছে বলে জানান তিনি।

তিনি জানান, প্রদর্শনীতে সাধারণ মানুষের বাড়িঘরের ফুলের টব যেমন রয়েছে, পাশাপাশি স্কুলসহ অন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকেও তাদের বাগানের ফুল নিয়ে আসা হয়েছে।

আয়োজক কমিটির অপর সদস্য রতন লাল সাহা বলেন, ফুলের আকার ও প্রজাতি অনুসারে আলাদা আলাদা জায়গায় সাজিয়ে রাখা হয়েছে। প্রতিদিন প্রচুর লোক ফুলের এ প্রদর্শনী দেখার জন্য ভিড় করছেন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সরেজমিনে দেখা যায়, চন্দ্রমল্লিকার এ প্রদর্শনীতে ফুলের বাহার দেখতে ভিড় করেছেন বিভিন্ন বয়সের মানুষ। নিজ নিজ পছন্দমতো চন্দ্রমল্লিকা ফুলের সঙ্গে দাঁড়িয়ে সেলফি নিচ্ছেন তারা।

প্রদর্শনীতে ছোট বোতাম থেকে শুরু করে মাঝারি ফুটবল পর্যন্ত যেমন বিভিন্ন আকারের ফুল এ প্রদর্শনীতে আছে, তেমনি আছে নানা রং ও নকশার বাহার।

প্রদর্শনী বেড়াতে আসা দর্শক কিশলয় চক্রবর্তী জানান, বন্ধুদের কথায় তিনি এ প্রদর্শনী দেখতে এসেছেন। এক জায়গায় এতো ফুলের বাহার দেখে তিনি মুগ্ধ।

দক্ষিণ জেলার বিলোনিয়া শহর থেকে প্রদর্শনী দেখতে আসা অচিশ্মিতা দাস জানান, সুযোগ পেলে তিনি নিয়মিত এ প্রদর্শনী দেখতে আগামী বছরগুলোতেও আসবেন।

বাংলাদেশ সময়: ০৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
এসসিএন/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।