মঙ্গলবার (২১ জানুয়ারি) এ অনুষ্ঠান হয় রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যপাল রমেশ বৈশ।
বক্তব্যে রাজ্যপাল রমেশ বৈশ বলেন, সরকার ত্রিপুরা রাজ্যের উন্নয়নের জন্য নানা কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো সড়ক, রেল যোগাযোগ, সুপেয় পানীর ব্যবস্থাসহ সাধারণ মানুষের কল্যাণের জন্য নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। রাজ্য সমৃদ্ধ করার জন্য সরকার কাজ করছে। আগামী দিনে ত্রিপুরা উন্নয়নের শিখরে পৌঁছবে।
অনুষ্ঠানের শুরুতে ত্রিপুরা রাজ্যের ওপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয় ও সব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এ সময় রাজধানীর বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রছাত্রীসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
১৯৭২ সালের ২১ জানুয়ারি ত্রিপুরা রাজ্যকে পূর্ণরাজ্য হিসেবে ঘোষণা করা হয় এবং এরপর থেকে প্রতি বছর এ দিনটিকে পূর্ণরাজ্য দিবস হিসেবে উদযাপন করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
এসসিএন/এফএম