চলতি বছরের ১ ফেব্রুয়ারি (শনিবার) ভারতের অর্থমন্ত্রকের মন্ত্রী সীতারামণ ২০২০-২১ অর্থ বছরের বাজেট পেশ করেছেন। তাতে তিনি উল্লেখ করেছিলেন যে, এলআইসির পাশাপাশি রাষ্ট্র নিয়ন্ত্রণাধীন আরও কিছু সংস্থার শেয়ার বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হবে।
ভারত সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছেন এলআইসিতে কর্মরত সবস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।
এলআইসির শেয়ার বিক্রির প্রতিবাদে সোমবার (৩ ফেব্রুয়ারি) আগরতলার মন্ত্রীবাড়ির রোডের এলআইসি কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন সংস্থায় কর্মরত কর্মীরা। তারা এদিনের বিক্ষোভ কর্মসূচি থেকে ভারত সরকারকে আহ্বান জানান সিদ্ধান্ত প্রত্যাহারের।
এলআইসিতে কর্মরতরা বলছেন, এ সিদ্ধান্ত কার্যকরী হলে ভারত সরকারের আর্থিক ক্ষতি হবে। সরকার যদি এই সিদ্ধান্ত থেকে সরে না আসে তবে, তারা লাগাতর আন্দোলন চালিয়ে যাবেন বলেও হুঁশিয়ারি দেন।
বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২০
এসসিএন/এএটি