জাতীয় লোক আদালত বিষয়ে ত্রিপুরা আইন সেবা কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন। ছবি: বাংলানিউজ
আগরতলা (ত্রিপুরা): ভারতের ত্রিপুরা রাজ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় লোক আদালত। ৮ ফেব্রুয়ারি (শনিবার) প্যারালিগাল ভলান্টিয়ারদের সহযোগিতায় এ আদালত কার্যক্রম অনুষ্ঠিত হবে।
বুধবার (৬ ফেব্রুয়ারি) আগরতলা মেলারমাঠ এলাকার ত্রিপুরা আইন সেবা কর্তৃপক্ষের অফিসে এক সংবাদ সম্মেলনে একথা জানান আইন সেবা কর্তৃপক্ষের সদস্য সচিব শুভাশিষ শর্মারায়।
শুভাশিষ শর্মারায় জানান, শনিবার রাজ্যের ২৪টি জেলা আদালতের পাশাপাশি ত্রিপুরা হাইকোর্টেও বসবে বিশেষ আদালত।
মোট এক হাজার সাতশ ৪৮টি মামলা এদিন নিষ্পত্তির জন্য আদালতে তোলা হবে।
জাতীয় লোক আদালতে দুর্ঘটনা সংক্রান্ত ক্ষতিপূরণের মামলা, ব্যাংকের অনাদায়ী ঋণ, বৈবাহিক বিরোধ সংক্রান্ত মামলা, দেওয়ানী সংক্রান্ত মামলা নিষ্পত্তি করা হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২০
এসসিএন/এবি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।