সোমবার(১০ ফেব্রুয়ারি) ত্রিপুরার দক্ষিণ জেলার বিলোনিয়া শহরে পৌঁছে কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে এই মত ব্যক্ত করেন ত্রিপুরা রাজ্যের সাবেক মন্ত্রী এবং বর্তমান বিরোধী দলের উপনেতা বাদল চৌধুরী।
তিনি বলেন, ভারতবর্ষের মূল ঐতিহ্য হচ্ছে সকলে মিলে একসঙ্গে থাকার ঐতিহ্য, যা স্বাধীনতার পর সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকর লিখে গিয়েছিলেন।
সাবেক বামফ্রন্ট সরকার থাকাকালীন ত্রিপুরা রাজ্যের পূর্ত দফতরে ৬০০ কোটি রুপির আর্থিক দুর্নীতি করেছিলেন বাদল চৌধুরী, এই অভিযোগে তাকে পুলিশ গ্রেফতার করে। টানা ১০০ দিনের বেশি জেলে বন্দি থাকার পর অবশেষে তিনি জামিনে মুক্ত হয়েছেন।
জেল থেকে মুক্তির পর এদিনই তিনি তার নিজ বিধানসভা এলাকা দক্ষিণ জেলার অন্তর্গত বিলোনিয়াতে যান।
বিলোনিয়া তে যাওয়ার খবর পেয়ে আগে থেকেই হাজার হাজার কর্মী সমর্থক রাস্তায় এসে ভিড় জমান। তাকে কেউ ফুলের মালা দেন আবার কেউ ফুল ছিটিয়ে অভিনন্দন জানান। বিলোনিয়াতে তার উপস্থিতিকে কেন্দ্র করে সিপিআইএম দলের তরফে একটি সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
এসসিএন/এমকেআর