পতাকা নেড়ে ম্যরাথনের উদ্বোধন করছেন ত্রিপুরার শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। ছবি: বাংলানিউজ
আগরতলা(ত্রিপুরা): ত্রিপুরার চা’কে আরও জনপ্রিয় করার উদ্যোগের অংশ হিসেবে ত্রিপুরা উন্নয়ন নিয়ম ও ভারত সরকারের টি বোর্ডের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো ম্যারাথন ‘রান ফর টি’।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) আগরতলার উমাকান্ত একাডেমি সংলগ্ন ত্রিপুরার উন্নয়ন অফিস প্রাঙ্গণ থেকে দৌড় শুরু হয়।
ত্রিপুরা সরকারের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ পতাকা নেড়ে এ দৌড়ের উদ্বোধন করেন।
ভারতীয় নারী জিমন্যাস্ট দীপা কর্মকার, দীপার কোচ বিশ্বেশ্বর নন্দী, ত্রিপুরা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা, ভারত সরকারের টি বোর্ডের ডেপুটি চেয়ারম্যান অরুন কুমার রায়, ত্রিপুরার সড়ক পরিবহন নিগমের চেয়ারম্যান দীপক মজুমদার প্রমুখ।
ম্যারাথনে উপস্থিত অতিথিরা বলেন, ত্রিপুরা রাজ্যে গুণগত মানসম্পন্ন চা উৎপাদিত হচ্ছে। এ চা’কে ভারতের অন্য প্রদেশগুলো ছাড়াও বিদেশে রপ্তানির ব্যবস্থা করতে হবে।
বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২০
এসসিএন/এবি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।